মুনাফা বেড়েছে লাফার্জহোলসিমের

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় বেশি মুনাফা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 04:34 PM
Updated : 15 Oct 2020, 04:34 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি প্রতি শেয়ারে ৫৬ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩৩ পয়সা।

নয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা আগে ১ টাকা ১ পয়সা ছিল।

নয় মাসে তাদের মোট মুনাফা হয়েছে ১৪৯ কোটি ৭০ লাখ টাকা, যা আগের নয় মাসে ছিল ১১৭ কোটি ৬০ লাখ।

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ কুমার সুরানা বলেন, “আমাদের দলগত ভূমিকার কারণে এই করোনাভাইরাসের মধ্যে আমরা ভালো করতে পেরেছি।

“তথ্য প্রযুক্তিতে আমাদের বিনিয়োগ আমাদের ভাল ফলাফল দিয়েছে। আমরা স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ করেছি, সেটাও আমাদের কাজে লেগেছে।”  

লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ৩৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছিল। আগের দিন শেয়ারটি ৩৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০০৩ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশের শেয়ার এখন লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৮ অর্থবছরে ১১১ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করে লাফার্জ হোলসিম বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা।

২০১৯ অর্থবছরে ১৭৩ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা করে লাফার্জ হোলসিম বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ার আছে।

এর মধ্যে ৬৪ দশমিক ৬৮ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ৪৫ শতাংশ, বিদেশিদের হাতে শূন্য দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক শূন্য ০১ শতাংশ শেয়ার আছে।