পুঁজিবাজারে আরেকটি মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে ব্যবসা করার জন্য আরবিআইএমসিও বিজিএফআই ফান্ড নামে আরেকটি নতুন মিউচুয়াল ফান্ডকে অনুমোদন দিয়েছ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 01:13 PM
Updated : 15 Oct 2020, 01:13 PM

বৃহম্পতিবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এটি হবে একটি বিশেষ ধরেনের মিউচুয়াল ফান্ড। যার আকার হবে ১০ কোটি টাকা।

এটি পরিচালনা করবে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

এই মিউচুয়াল ফান্ডের ৮০ শতাংশ টাকা বিনিয়োগ করা হবে সরকারি সিকিউরিটিজে। ২০ শতাংশ টাকা বিনিয়োগ করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে।

আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্ডাসট্রিজ কোম্পানি। এর কাস্টডিয়ন হচ্ছে ব্র্যাক ব্যাংক।