সপ্তাহের শেষ দিনে বাড়ল সূচক

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে; তবে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 09:50 AM
Updated : 15 Oct 2020, 12:35 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩৩ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে চার হাজার ৮৭২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বৃহম্পতিবার ৫৪৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে ৬৫০ কোটি ৭১ লাখ টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ দশমিক ৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৭০ দশমিক ৪৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯০৯ পয়েন্টে।

সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ২৯ কোটি পাঁচ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।