ব্রোকারেজ হাউজ এল্যায়েন্সের লাইসেন্স বাতিল

ব্রোকারেজ হাউজ এল্যায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্টের লাইসেন্স বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 07:49 PM
Updated : 13 Oct 2020, 07:49 PM

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপের কথা মঙ্গলবার সন্ধ্যায় ডিএসইর ওয়বসাইটে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) এল্যায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্টের স্টক-ব্রোকার ও স্টক-ডিলার লাইসেন্স বাতিল করেছে।

ব্রোকারেজ হাউজ স্টক-ব্রোকার লাইসেন্স দিয়ে কমিশনের বিনিময়ে বিনিয়োগকারীদের হয়ে শেয়ার কেনাবেচা করে। আর স্টক-ডিলার লাইসেন্স দিয়ে শেয়ার লেনদেনের মাধ্যমে নিজে মুনাফা করে।

এই ব্রোকারেজ হাউজের কাছে কারো কোনো অনিষ্পন্ন দাবি থাকলে তা মিটিয়ে ফেলতে বলছে ডিএসই।

পাঁচ ধরনের আইন ভঙ্গের দায়ে গত বছর ২১ মে এল্যায়েন্সের লাইসেন্স স্থগিত বা বাতিল করার কথা জানিয়েছিল বিএসইসি।

এক. পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের বিও অ্যাকাউন্টে টাকা না থাকা থাকলেও টাকা উঠানোর সুযোগ দেওয়া।

দুই. নিয়মের বাইরে গিয়ে পরিচালক ও আত্মীয়দের ঋণ সমন্বয় করা।

তিন. গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এফডিআর করে রাখা, যা আইনসিদ্ধ নয়।

চার. তদন্ত দলকে সঠিকভাবে সাহায্য না করা।

পাঁচ. ৫ লাখ টাকার বেশি নগদে জমা নেওয়া।

এল্যায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যানের নাম পঙ্কজ রায়, ব্যবস্থাপনা পরিচালক মাধব চন্দ্র দাস।

সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুদকের মামলায় ২০১৭ সালের ২০ নভেম্বরে পঙ্কজ রায় গ্রেপ্তার হয়েছিলেন। এখন তিনি জামিনে আছেন।

তার বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগেও মামলা রয়েছে।

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রীসহ নিকট আত্মীয়দের বেআইনিভাবে ঋণ দেওয়ায় ওই বছর জানুয়ারিতে এল্যায়েন্স সিকিউরিটিজকে ৫০ লাখ টাকা জরিমানাও করেছিল নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন