সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 10:25 AM
Updated : 12 Oct 2020, 10:25 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে ৪ হাজার ৮০৯ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৭৫ কোটি ১০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, আর কমেছে ২৩৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৬০টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬ দশমিক ২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৩৭ দশমিক ৪৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩৩ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৪৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯৬ শতাংশ কম।

সিএসইতে ২৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২২ কোটি ২৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।