কারখানা এখনও খুলতে পারেনি সিভিও পেট্রোকেমিকেল

পুঁজিবাজারে জ্বালানি খাতে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিকেল মহামারীর কারণে বন্ধ কারখানা খুলতে পারেনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 04:41 PM
Updated : 1 Oct 2020, 04:41 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কাঁচামালের অভাবে গত ৫ জুলাই থেকে বন্ধ আছে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা।

অক্টোবরে খোলার কথা থাকলেও কাঁচামাল পাওয়া না যাওয়ায় কারখানা খোলা হচ্ছে না বলে জানিয়েছে কোম্পানিটি।

সিভিও পেট্রোকেমিকেলের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ১১৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছিল।

কারখানা বন্ধ দীর্ঘায়িত হওয়ার খবরে শেয়ারের দাম কমেছে। আগের দিন শেয়ারটি ১১৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছিল।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে সিভিও পেট্রো কেমিকেল। তাদের শেয়ার লেনদেন হচ্ছে ‘বি’ ক্যাটাগরিতে।

২০১৯ অর্থবছরে এ কোম্পানি মুনাফা করেছে ৩১ লাখ ৪০ হাজার টাকা । লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ২০ পয়সা।

পুঁজিবাজারে এ কোম্পানির ২ কোটি ৫২ লাখ ৪৫ হাজার শেয়ার আছে।

এর মধ্যে ৫০ শতাংশ আছে পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ৬২ শতাংশ, বিদেশিদের হাতে শূন্য দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৮ দশমিক শূন্য ১৪ শতাংশ শেয়ার আছে।

সিভিও পেট্রোকেমিকেল লিমিটেডের বর্তমান বাজার মূলধন ২৯১ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ২৫ কোটি ২৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৭ কোটি ৮৮ লাখ টাকা।