ঊর্ধ্বমুখী সূচক নিয়ে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 10:51 AM
Updated : 1 Oct 2020, 10:51 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৯৫ পয়েন্ট হয়েছে।

এ বাজারে বৃহস্পতিবার ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯১৪ কোটি টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১২০ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ২৮৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬০ কোটি ৭ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।