পর্যবেক্ষক বসছে ইউনিয়ন ক্যাপিটালে

‘সুশাসন নিশ্চিতে’ আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালে পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 03:42 PM
Updated : 30 Sept 2020, 03:42 PM

বুধবার বিএসইসি’র নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউনিয়ন ক্যাপিটালের অবস্থার উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে দুজন স্বাধীন পরিচালককে পর্যবেক্ষক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্তমানে ইউনিয়ন ক্যাপিটাল পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত আছে। পর্যবেক্ষক বসানোর পর তার উন্নতি ঘটানো হবে বলে জানানো হয়েছে।

পুঁজিবাজারে ইউনিয়ন ক্যাপিটালের ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি শেয়ার আছে।

এর মধ্যে ৩৬ দশমিক ১২ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২ দশমিক শূন্য ৭০ শতাংশ শেয়ার আছে।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বর্তমান বাজার মূলধন ১৩২ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ঋণাত্বক ৪৮ কোটি ১৮ লাখ টাকা।

২০১৯ অর্থবছরে এ কোম্পানি লোকসান করেছে ১০৫ কোটি ৭৪ লাখ টাকা। শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দেয়নি তারা।

তার আগের দুই বছর ১৫ কোটি ৪৮ লাখ টাকা (২০১৭ সালে) এবং ৯ কোটি ২৪ লাখ টাকা (২০১৮ সালে) মুনাফা করে কোম্পানিটি।