সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 10:52 AM
Updated : 29 Sept 2020, 10:52 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ কমে ৪ হাজার ৯৮২ দশমিক ৩৭ পয়েন্ট হয়েছে।

এ বাজারে সোমবার ৮৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৭৯ কোটি ৫০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৬৭টির; অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৩৭ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ১৪ হাজার ২৬১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৬৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ২০ কোটি ১০ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।