সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে, তবে লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 12:08 PM
Updated : 28 Sept 2020, 12:08 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৩ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে সোমবার ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫১টির, অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩১ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১২ দশমিক ৬১ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৯৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৯ শতাংশ বেশি।

সিএসইতে ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩১ কোটি ৪২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।