রিং শাইনের কারখানা বন্ধ এক মাস

বাংলাদেশের পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের কারখানা একমাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 03:42 PM
Updated : 27 Sept 2020, 03:42 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসেইটে এ খবর প্রকাশের পর কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।

রিং শাইন টেক্সটাইল জানিয়েছে, করোনাভাইরাসের কারণে দেশের বাইরে থেকে তেমন কোনো কাজ আসছে না। আর যে কাজ পাওয়া যাচ্ছে তা তৈরি করার জন্য কাঁচামাল পাওয়া যাচ্ছে না।

তাই ইপিজেড শ্রমিক আইনের ১১ ধারা অনুয়ায়ী কারাখানা বন্ধ করা হবে। আবার ২৫ অক্টোবর থেকে কারখানা চালু হবে।

রিং শাইন টেক্সটাইলের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ৭ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছিল, যা আগের দিন ছিল ৭ টাকা ৮০ পয়সা।

২০১৯ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

কোম্পানিটি গত বছরে মুনাফা করেছে ৪৯ কোটি টাকা ১৭ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে এ কোম্পানির ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি শেয়ার আছে। এর মধ্যে ৩১ দশমিক ৫৪ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৩৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক শূন্য ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৮ দশমিক শূন্য ০৪ শতাংশ শেয়ার আছে।

রিং শাইন টেক্সটাইলের বাজার মূলধন ৩৯০ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২০৮ কোটি ৭৯ লাখ টাকা।