ঘোষিত লভ্যাংশ বদলালো জিএসপি ফাইন্যান্স

পুঁজিবাজারে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স কোম্পানি তাদের পূর্ব ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 03:06 PM
Updated : 24 Sept 2020, 03:06 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জিএসপি ফাইন্যান্স কোম্পানি জানিয়েছে তারা প্রতি ১০০ শেয়ারে বিনিয়োগকারীদের সাড়ে ১০টি নতুন শেয়ার দেবে।

এর আগে তারা বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ এবং সাড়ে চার শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের ঘোষিত ওই লভ্যাংশ অনুমোদন না করায় বুধবার কোম্পানির সাধারণ সভায় বিনিয়োগকারীদের অনুমোদন নিয়ে লভ্যাংশ পরিবর্তন করা হয়।  

২০১৭ অর্থবছরে জিএসপি ফাইন্যান্স ৩২ কোটি সাড়ে ২১ লাখ টাকা মুনাফা করে বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে ২৩ দশমিক ৫০টি শেয়ার লভ্যাংশ দেয়।

২০১৮ অর্থবছরে এ কোম্পানি মুনাফা করে ৩১ কোটি সাড়ে ৫ লাখ টাকা; লভ্যাংশ হিসেবে প্রতি শেয়ারে ১ টাকা ৮০ পয়সা দেয়।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৪ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৫১৬টি শেয়ার আছে। এর মধ্যে ৩৫ দশমিক ৫১ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের আছে ২ দশমিক ০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০ দশমিক শূণ্য ১৮ শতাংশ শেয়ার আছে।

জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের বর্তমান বজার মূলধন ২৪১ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৪২ কোটি ১৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১৪৮ কোটি ৫৪ লাখ টাকা।