জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শেয়ারের দাম কোনো কারণ ছাড়া অস্বাভাবিক হারে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 01:19 PM
Updated : 24 Sept 2020, 01:19 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের দাম দুই মাসে প্রায় ১২১ শতাংশ বেড়েছে, যদিও অস্বাভাবিক এই দর বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি এই কোম্পানি।

ক্রমাগত দাম বাড়তে থাকায় বুধবার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের কাছে কারণ জানতে চেয়েছিল ডিএসই।

জবাবে ওই কোম্পানি বলেছে, তাদের কাছে অপ্রকাশিত এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার প্রভাবে শেয়ারের দাম বাড়তে পারে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ জুলাই জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শেয়ারের দাম ছিল ২ টাকা ২০ পয়সা, যা বাড়তে বাড়তে বৃহস্পতিবার ৫ টাকা ৩০ পয়সায় উঠেছে।

অর্থাৎ, দুই মাসে দাম বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১৪০ দশমিক ৯০ শতাংশ।

বাস্তব কারণ ছাড়া শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়লে তা স্থায়ী হয় না। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা বেশি দামে শেয়ার কিনে পরে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের ঝুঁকি দেখলে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানির কাছে তার ব্যাখ্যা চায়।