১০% নগদ লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 12:30 PM
Updated : 24 Sept 2020, 12:30 PM

অর্থাৎ, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স।

আগামী ২৩ নভেম্বর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৪ অক্টোবর।

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ৬১ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের খবরে শেয়ারের দাম বেড়েছে। আগের দিন শেয়ারটি ৫৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৮ অর্থবছরে এ কোম্পানি বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে লভ্যাংশ দিয়েছে ১ টাকা ২০ পয়সা। তার আগের বছর ১ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজারে এ কোম্পানির ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০টি শেয়ার আছে। এর মধ্যে ৩৮ দশমিক ৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৯ দশমিক ২২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের আছে দশমিক ১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক শূণ্য ৫৩ শতাংশ শেয়ার আছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের বর্তমান বজার মূলধন ১৭৯ কোটি ৪৬ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৫২ কোটি লাখ টাকা।

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড বৃহস্পতিবার তাদের দুই প্রন্তিকের মুনাফা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের আয় ৬৭ কোটি ৪ লাখ টাকা কমেছে। আগের বছর একই সময়ে তাদের আয় কমেছিল ৪৫ কোটি ১৮ লাখ টাকা।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তাদের আয় ৬ কোটি ২২ লাখ টাকা বেড়েছে। আগের বছর একই সময়ে আয় ৮ কোটি ৪২ লাখ টাকা কমেছিল।

অর্থাৎ, জানুয়ারি-জুন সময়ে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের আয় ৬০ কোটি ৮৩ লাখ টাকা কমেছে। আগের বছর একই সময়ে তাদের আয় কমেছিল ৫৩ কোটি ৬১ লাখ টাকা।