পুঁজিবাজারে সূচক বেড়েছে সামান্য

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক সামান্য বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 10:28 AM
Updated : 24 Sept 2020, 10:28 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৭৮ দশমিক ৭৮ পয়েন্ট হয়েছে।

এ বাজারে বুধবার ৮৮০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৮১ কোটি ৮১ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ১৪ হাজার ২১৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ২৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২১ কোটি ২২ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফাণ্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯২টির এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।