ক্রিস্টাল ইন্সুরেন্সের আইপিও অনুমোদন

ক্রিস্টাল ইন্সুরেন্সকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 06:35 PM
Updated : 23 Sept 2020, 06:35 PM

বিমা খাতের কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স বিএসইসিকে জানিয়েছে, এই ১৬ কোটি টাকা তারা পুঁজিবাজারে এবং এফডিআরে বিনিয়োগ করবে।

এজন্য তারা ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার বাজারে ছাড়বে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১১ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০০ সালের ১২ জুন কার্যক্রম শুরু করে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ২৪ কোটি টাকা।

কোম্পানিটি ২০১৭ সাল মুনাফা করেছে ৬২ কোটি ২৮ লাখ। ২০১৮ সাল মুনাফা করেছে ৬২ কোটি ৩৪ লাখ। ২০১৯ সাল মুনাফা করেছে ৭০ কোটি ১৬ লাখ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।