প্রথম লেনদেনে ওয়ালটনের দর বেড়েছে ৫০%

প্রথম দিনের লেনদেনে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 11:27 AM
Updated : 23 Sept 2020, 11:27 AM

আইপিও ছাড়ার চূড়ান্ত পেয়ে প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ার বুধবারই প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওতে ২৫২ টাকায় সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেছিল।

বুধবার কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল ৩৮৭ টাকা। অর্থাৎ প্রথম লেনদেনে ২৫২ টাকার শেয়ারটি ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করতে পেরেছেন।

তবে খুব বেশি শেয়ার বিক্রি হয়নি। ২২ বারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মাত্র ৩৪৮টি শেয়ার হাতবদল হয়েছে, টাকার অংকে যার দাম প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।

এখন তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়তে পারে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০২০ সালের জানুয়ারি-মার্চ সময়ে (হিসাব বছরের তৃতীয় প্রান্তিক) প্রতি শেয়ারে আইপিওপরবর্তী মুনাফা দেখিয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ১১ টাকা ১৪ পয়সা।

তৃতীয় প্রান্তিক শেষে নয় মাসে(জুলাই-মার্চ) কোম্পানিটির প্রতি শেয়ারে আইপিওপরবর্তী মুনাফা হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা, যা আগে ২৪ টাকা ২২ পয়সা ছিল।

২০১৮-১৯ অর্থবছরে এ কোম্পানি মোট মুনাফা করেছে ১ হাজার ৩৭৬ কোটি ১১ লাখ টাকা।

পুঁজিবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার আছে। এর মধ্যে ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে দশমিক ৪৬ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৫১ শতাংশ শেয়ার আছে।

কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৬ হাজার ৯৯৮ কোটি টাকা।কোম্পানিটির বাজার মূলধন ৭ হাজার ৬৩৪ কোটি টাকা।

পুঁজিবাজারে ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি সাধারণ শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা তুলেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে এ শেয়ার লেনদেন হচ্ছে ‘এন’ ক্যাটাগরিতে।