সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 11:14 AM
Updated : 23 Sept 2020, 11:15 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৭২ দশমিক ১৩ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৮৮১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয় এদিন, যা আগের কর্মদিবসে ৭২৯ কোটি ৯২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৭টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ১৮১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ১৭ কোটি ১৬ লাখ টাকা ছিল।

সিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৬টির দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।