পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2020, 10:51 AM
Updated : 22 Sept 2020, 10:51 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ৪ হাজার ৯৭০ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হয় ৭২৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ৯৭৭ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে হাতবদল হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, আর কমেছে ২৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৬ দশমিক ৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১৪ দশমিক ৩৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৫০ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৬৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ০৫ শতাংশ কম।

সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩১ কোটি ২৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।