সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2020, 01:09 PM
Updated : 20 Sept 2020, 01:09 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ৫ হাজার ৮৮ দশমিক ৮৭ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ১৩ কোটি ৮০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির; আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৪৪ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে ১৪ হাজার ৫২৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ২৭ কোটি ৮ লাখ টাকা ছিল।

লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।