এএফসি হেলথের আইপিও অনুমোদন

এএফসি হেলথ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 06:30 PM
Updated : 16 Sept 2020, 06:30 PM

স্বাস্থ্য খাতের কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে।

এএফসি হেলথ লিমিটেড জানিয়েছে, এই ১৭ কোটি টাকা দিয়ে তারা নতুন যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি হেলথের আইপিও অনুমোদনের কথা জানায়।

এএফসির ১ কোটি ৭০ লাখ শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য হবে ১০ টাকা।

এএফসি হেলথ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০১৪ সালের ১৬ নভেম্বর কার্যক্রম শুরু করে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, চেয়ারম্যান এবিএম গোলাম মোস্তফা।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে খুলনা, কুমিল্লা ও চট্টগ্রামে তিনটি হাসপাতালের নাম উল্লেখ করেছে। এএফসি হেলথ তাদের আইপিওর কাগজে ৪টি জেলায় ৪টি ফার্মেসি থাকার কথা উল্লেখ করেছে।   

এএফসি হেলথের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠার পরে ২০১৪ সালে কোম্পানটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে। ২০১৫ সালে কোম্পানিটি ২ কোটি টাকা মুনাফা করে। ২০১৬ সালে ২ কোটি ২৪ লাখ, ২০১৭ সালে ৪ কোটি ৯৬ লাখ, ২০১৮ সালে ১৭ কোটি টাকা এবং ২০১৯ সালে ২১ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা করে।

২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৪৭১ কোটি টাকা।

এএফসি হেলথ লিমিটেডের আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজলি লিমিটেড।