সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 10:09 AM
Updated : 16 Sept 2020, 10:09 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ হাজার ১১৬ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক এক বছরের মধ্যে বেশি। সবশেষ গত বছরের ২৮ অগাস্ট ডিএসইএক্স সূচক ছিল পাঁচ হাজার ১৩৯ দশমিক ৯৯ পয়েন্ট।

এ বাজারে বুধবার ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, আর কমেছে ১২০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৮ দশমিক ৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শূণ্য ৪২ শতাংশ বেশি।

সিএসইতে ৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ১৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।