পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 10:35 AM
Updated : 14 Sept 2020, 10:35 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৫ হাজার ৯২ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বুধবার ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৩২৯ কোটি ৭৩ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, আর কমেছে ১৭৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭০ দশমিক ৪২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শূণ্য ৩ শতাংশ কম।

সিএসইতে ৩৯ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৭ কোটি ৯৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।