বিএসইসি চেয়ারম্যান শিবলী পাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের মর্যাদা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 02:16 PM
Updated : 9 Sept 2020, 02:16 PM

কমিশনের চেয়ারম্যান পদে যতদিন থাকবেন, ততদিন তাকে এই পদমর্যাদা দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গত ১৭ মে চার বছরের জন্য বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার।

এর আগে প্রায় সাড়ে তিন বছর সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত শিবলী দেশে-বিদেশে অনেক গবেষণাতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।