সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 11:48 AM
Updated : 9 Sept 2020, 11:48 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ৪ হাজার ৯৭১ দশমিক ৬৯ পয়েন্ট হয়েছে।

ঢাকার বাজারে এদিন লেনদেনও কিছুটা কমেছে। বুধবার ১ হাজার ৭৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন হাতবদল হয়েছিল ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ২৪ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১৪ হাজার ১৯৪ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ২৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ছিল ৩৬ কোটি ৯৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।