জিপিএইচ ইস্পাতের নতুন কারখানা চালু, বাড়ল শেয়ারের দাম

জিপিএইচ ইস্পাত তাদের নতুন কারখানার পণ্য বিক্রি করা শুরু করার পর পুঁজিবাজারে তাদের শেয়ারের দামও বেড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 01:31 PM
Updated : 7 Sept 2020, 01:31 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে নতুন কারখানার পণ্য বিক্রির খবর দেয়। সোমবার জিপিএইচ ইস্পাতের শেয়ারের দাম বেড়ে যায়।

জিপিএইচ ইস্পাতের শেয়ার সোমবার ঢাকার পুঁজিবাজারে ২৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ২৭ টাকায়।

জিপিএইচ ইস্পাতের নতুন কারখানার পণ্য গত জুন মাসে বিক্রি শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়।

কোম্পানিটি জানিয়েছে, তাদের নতুন আধুনিক কারখানায় বর্তমানে বাড়তি ৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন এমএস বিলেট তৈরি হবে। আরও ৬ লাখ ৪০ হাজার মেট্রিক টন এমএস রড, স্টিল বিম, এঙ্গেল চ্যানেল, ফ্ল্যাটবারও তৈরি করা যাবে।

কাজ পুরোদমে শুরু হলে নতুন কারখানায় মোট ১০ লাখ ৮ হাজার টন এমএস বিলেট তৈরি হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

জিপিএইচ ইস্পাত ২০১৭ সালে মুনাফা করেছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি ১০০ শেয়ারে ৫ টি নতুন শেয়ার এবং প্রতি শেয়ারে নগদ ৫০ পয়সা করে।

২০১৮ সালে মুনাফা করেছে ৬৪ কোটি ৩৬ লাখ টাকা। ২০১৯ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৮০ কোটি ৬২ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি ১০০ শেয়ারে ৫টি নতুন শেয়ার এবং প্রতি শেয়ারে নগদ ৫০ পয়সা করে।

পুঁজিবাজারে কোম্পানিটির ৩৭ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৮৮টি শেয়ার আছে।

এর মধ্যে ৪৯ দশমিক ৬১ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার আছে।

জিপিএইচ ইস্পাত কোম্পানি লিমিটেডের বর্তমান বাজার মূলধন ১ হাজার ২১ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৭৮ কোটি ১৯ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১৪১ কোটি ৩২ লাখ টাকা।