লভ্যাংশ দিচ্ছে না রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক কর্তৃপক্ষ শেয়ারধারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিতে চাইলেও তা অনুমোদন পায়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 01:19 PM
Updated : 6 Sept 2020, 01:19 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি এবার কোনো লভ্যাংশ দিচ্ছে না।

রূপালী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় পূর্ব ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পায়নি। শেয়ারহোল্ডার এবং পরিচালকরা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।   

রূপালী ব্যাংক এর আগে জানিয়েছিল, বাংলাদেশ ব্যাংক তাদের ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়নি।