ইউসিবির লভ্যাংশ অনুমোদন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের জন্য পূর্বঘোষিত ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে।   

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 04:50 PM
Updated : 3 Sept 2020, 04:50 PM

বৃহস্পতিবার বেসরকারি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ।”

সভায় সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।          

ইউসিবির ভাইস-চেয়ারম্যান সভায় বলেন, “ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করতে থাকবে।”

সভায় উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক বশির আহমেদ, পরিচালক সৈয়দ কামরুজ্জামান, পরিচালক মুহাম্মদ শাহ আলম, পরিচালক ডা. মো. জোনাইদ শফিক, স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান।