১১ মাসের মধ্যে ভালো অবস্থানে ডিএসই সূচক

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 10:04 AM
Updated : 3 Sept 2020, 10:04 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগেরদিনের চেয়ে ৩৬ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বেড়ে চার হাজার ৯২৭ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় ১১ মাসের মধ্যে বেশি।

ডিএসই সূচক সর্বশেষ এর চেয়ে ভালো অবস্থায় ছিল ২০১৯ সালের ৩ অক্টোবর; সেদিন সূচক ছিল চার হাজার ৯৩৭ পয়েন্টের ঘরে।

এ বাজারে বৃহস্পতিবার ৯০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, আগের কর্মদিবসে ৭৮৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, আর কমেছে ১০৯টির। অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৪১ দশমিক ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭১৫ দশমিক ৪১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬৬ শতাংশ বেশি।

সিএসইতে ৩২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে,  আগের দিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

এ বাজারে লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।