সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 11:36 AM
Updated : 1 Sept 2020, 11:36 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে ৪ হাজার ৮৬২ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১৬৬ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, আর কমেছে ১৭৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩১ দশমিক ৩৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৬ দশমিক ৪১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৯ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৫৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৫ শতাংশ কম।

সিএসইতে ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩২ কোটি ৮৮ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।