রূপালী লাইফ ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি রূপালী লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 11:25 AM
Updated : 31 August 2020, 11:25 AM

অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ২০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ২টি করে শেয়ার পাবেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২৮ অক্টোবর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১ অক্টোবর।

লভ্যাংশের খবরে সোমবার ঢাকার পুঁজিবাজারে রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দাম বেড়েছে। আগের দিন শেয়ারটি ৪৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল, সোমবার ৪৯ টাকায় লেনদেন হয়।

২০২০ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি লাইফ ফান্ডে ৫২ লাখ ৭০ হাজার টাকা বৃদ্ধি দেখিয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫৬ লাখ ৭০ হাজার টাকা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা বেড়েছে, যা আগের আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে লাইফ ফান্ড বেড়েছে ৭ কোটি ২৯ টাকা ৭০ হাজার টাকা, যা আগে ছিল ১ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা।

২০১৬ সালে কোম্পানিটি লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা । ২০১৭ সালে লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ৮০ পয়সা প্রতি ১০০ শেয়ারে ৪টি নতুন শেয়ার । ২০১৮ সালে মুনাফা লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা ২০ পয়সা।

পুঁজিবাজারে কোম্পানিটির ২ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৭৪৮টি শেয়ার আছে।এর মধ্যে ৩২ দশমিক ০৭ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৮ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান বজার মূলধন ১৪০ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৮ কোটি ৮৫ লাখ টাকা।