সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 10:31 AM
Updated : 31 August 2020, 10:31 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭৯ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় ১০ মাসের মধ্যে সব চেয়ে বেশি। এর আগে  ২০১৯ সালের ৭ অক্টোবর ৪ হাজার ৮৯৪ পয়েন্ট ছিল সর্বোচ্চ সূচক।

সোমবার ডিএসইতে ১ হাজার ১৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৯০৭ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, আর কমেছে ১৯১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩২ দশমিক ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৪৪ পয়েন্ট বেড় অবস্থান করছে ১ হাজার ৬৯৯ দশমিক ৫৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯০৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৫ শতাংশ বেশি।

সিএসইতে ৩২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ১৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।