ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 06:26 PM
Updated : 26 August 2020, 06:26 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা হয়।

২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় এই সভায়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানির পরিচালকদের মধ্যে ড. মীজানুর রহমান, ফখরুদ্দিন আহমেদ, গৌতম বুদ্ধ দাস, তায়েফ বিন ইউছুফ, মো. আব্দুর রউফ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. সেলিম এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ, কোম্পানির অডিটর এ কে এম আমিনুল হক, কোম্পানি সচিব মো. মাসুদ রানা (চলতি দায়িত্ব) এবং শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন।