ডমিনেজ স্টিলকে আইপিও ছাড়ার অনুমোদন

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহের প্রাথমিক অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 02:54 PM
Updated : 26 August 2020, 02:54 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস এই টাকায় নতুন ভবন তৈরি ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ এবং প্রাথমিক গণপ্রস্তাবে ব্যয় করবে।

এজন্য ১০ টাকা মূল্যের তিন কোটি শেয়ার বাজারে ছাড়বে তারা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ২০০৭ সালের ৮ মার্চ ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আর চেয়ারম্যান মোহাম্মদ ছামছুল ইসলাম ।

কোম্পানিটি প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল বিল্ডিং স্ট্রাকচার তৈরি করে থাকে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৫ কোটি।

২০১৫ সাল কোম্পানিটি মুনাফা করেছে ৭ কোটি ৯৪ লাখ টাকা, ২০১৬ সালে ৯ কোটি ৪৫ লাখ টাকা, ২০১৭ সালে মুনাফা করেছে ৯ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮ সালে মুনাফা করেছে ৯ কোটি টাকা এবং ২০১৯ সালে মুনাফা করেছে ৯ কোটি ৬৭ লাখ টাকা।