২ কোম্পানির তৃতীয় প্রান্তিকের হিসাব প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরনী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 10:34 AM
Updated : 25 August 2020, 10:34 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাংলাদেশের পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২০১৯-২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৯১ পয়সা মুনাফা দেখিয়েছে।আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৮৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, যা আগে ১ টাকা ৭৬ পয়সা মুনাফা ছিল।

সাইফ পাওয়ারটেক লিমিটেড

বাংলাদেশের পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড ২০১৯-২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১৪ পয়সা মুনাফা দেখিয়েছে।আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৩৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগে ১ টাকা ২০ পয়সা মুনাফা ছিল।