উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লভ্যাংশ ঘোষণা

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2020, 11:13 AM
Updated : 24 August 2020, 11:13 AM
গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণার এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৬০ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে নতুন পাঁচটি করে শেয়ার পাবেন।

তবে আগামী ৩০ সেপ্টেম্বর সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন নিতে হবে। আর লভ্যাংশ পেতে রেকর্ড ডেট ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার সোমবার ঢাকার পুঁজিবাজারে ৫২ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছিল।

লভ্যাংশের খবরের পরও ইউনিটের দাম কমেছে। আগের দিন শেয়ারটি ৫২ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ অর্থবছরে উত্তরা ফাইন্যান্স প্রতি শেয়ারে মুনাফা করেছে ৯ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৬২ টাকা ৪৫ পয়সা।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ৭৭ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৩ টাকা ৪ পয়সা।

২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ১ টাকা ১০ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৩ টাকা ৪৩ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৬ টাকা ৫ পয়সা, যা আগে ৭ টাকা ৪৭ পয়সা ছিল।

২০১৬ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৮২ কোটি ৯৪ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ৩ টাকা । ২০১৭ সালে মুনাফা করেছে ৯০ কোটি ৭৭ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ৩ টাকা । ২০১৮ সালে মুনাফা করেছে ১০৩ কোটি  ৫০ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ২ টাকা।

পুঁজিবাজারে কোম্পানিটির ১২ কোটি ৫২ লাখ ২০ হাজার ৪৮০টি শেয়ার আছে।এর মধ্যে ৪৮ দশমিক ৩৪ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪ দশমিক ৮৮ শতাংশ, বিদেশিদের হাতে ৩ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার আছে।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান বজার মূলধন ৬৬১ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৫১০ কোটি ৭৪ লাখ টাকা।