প্রথম ওষুধ রপ্তানি করতে যাচ্ছে সিলকো ফার্মা

প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানি করতে যাচ্ছে পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2020, 06:48 AM
Updated : 24 August 2020, 06:48 AM

আগামী পাঁচ বছরে কোম্পানিটি আফগানিস্তানের আফগানিস্তানের প্রতিষ্ঠান জাইদ ইলিয়াস আদিল লিমিটেডের কাছে মোট তিন কোটি বিশ লাখ টাকার ওষুধ রপ্তানি করবে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তবে বিদেশে ওষুধ রপ্তানির খবরের পরও রোববার সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ারের দামে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো দাম কিছুটা কমেছে।

বৃহস্পতিবার যেখানে এ শেয়ার ২৭ টাকা ৬০ পয়সায় লেনেদেন হচ্ছিল, রোববার তা কমে ২৬ টাকা ৭০ পয়সা হয়।

সিলকো ফার্মাসিটিক্যালস জানিয়েছে, রপ্তানিচুক্তি অনুযায়ী প্রথম দফায় চলতি মাসেই সাড়ে ২২ লাখ টাকার ১৩ ধরনের ওষুধ পাঠাবে, যাতে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা বা বিক্রির ৩০ শতাংশ মুনাফা হতে পারে।

বাংলাদেশের পুঁজিবাজারে সিলকো ফার্মাসিটিক্যালস তালিকাভুক্ত হয় ২০১৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানি ২০১৯ অর্থবছরে ১৬ কোটি ২৫ লাখ টাকা মুনাফা করে।

ওই বছর তারা প্রতি শেয়ারে বিনিয়োগকারীদের ২০ পয়সা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ১০টি শেয়ার লভ্যাংশ দেয়।

বাংলাদেশের পুঁজিবাজার সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের মোট ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার শেয়ার তালিকাভুক্ত আছে।

এর মধ্যে ৩৯ দশমকি ১২ শতাংশ শেয়ার আছে পরিচালকদের হাতে, ১৮ দশমিক ২১ শতাংশ শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, বিদেশিদের হাতে আছে দশমিক শূন্য নয় এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪২ দশমিক ৫৮ শতাংশ।

বর্তমান বাজার মূলধন বা শেয়ারের বাজার মূল্যের ভিত্তিতে সিলকো ফার্মাসিটিক্যালসের দাম দাঁড়িয়েছে ২৮৭ কোটি টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৮১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১১৪ কোটি ৪১ লাখ টাকা।