দূর হল ডিএসই ওয়েবসাইটের সমস্যা

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ওয়েবসাইটের সমস্যা সমাধান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 12:27 PM
Updated : 23 August 2020, 12:27 PM

রোববার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে আইসিটি বিভাগ ডিএসই ওয়েবসাইটের ‘উন্নত’ সংস্করণ চালু করে।

সেটি চালু করতে গিয়ে গত সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার ওয়েবসাইটটিতে ‘সাময়িক’ সমস্যা হয়েছিল।  

“রোববার লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছে ডিএসই।

ওয়েবসাইটটি ব্রাউজ করতে বা পেইজ লোডিংয়ে কোনো সমস্যা হলে ব্রাউজারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে সমাধান হবে৷

এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএসইর ওয়েব ব্যানারে ক্লিক করলে জানা যাবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্ততে।