ইসলামী ব্যাংকের এজিএমে ১০% লভ্যাংশ অনুমোদন

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের জন্য পূর্বঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 05:48 PM
Updated : 20 August 2020, 05:48 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি এন্ড ট্রেড-এর প্রতিনিধি ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকরা সভায় যুক্ত ছিলেন।

এছাড়াও যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ।

সভায় ২০১৯ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।