দুই ব্রোকারেজ হাউজকে জরিমানা

চট্টগ্রামের পুঁজিবাজারের দুই ব্রোকারেজ হাউজকে আইন ভঙ্গের কারণে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 03:42 PM
Updated : 20 August 2020, 03:42 PM

বৃহস্পতিবার এক সংবদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

এছাড়া ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে এবং আইপিওর মাধ্যমে টাকা সংগ্রহ সহজ করতে নতুন পরিকল্পনা অনুমোদনের কথাও জানানো হয়েছে।

সিএসইর ব্রোকারেজ হাউজ ডিএন সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

২০১৮ সালের মে মাসে ডিএন সিকিউরিটিজ পরিদর্শন করে ৫টি আইন ভঙ্গের ঘটনা দেখতে পেয়ে বিএসইসিকে জানিয়েছিল সিএসই।

আরেক ব্রোকারেজ হাউজ ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিএসই ২০১৭ সালের নভেম্বর মাসে ব্রোকারেজ হাউজটি পরিদর্শন করে ৫টি আইন ভঙ্গের ঘটনা দেখতে পেয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের নিয়মিত বৈঠকে ক্যাপিটাল ইস্যু বিভাগের কাজ পর্যালোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে পুঁজিবাজারের থেকে সাধারণ শেয়ার বা বন্ডের মাধ্যমে টাকা তোলার কাজ আগের চেয়ে দ্রুত শেষ করা হবে।

পুঁজিবাজারের থেকে সাধারণ শেয়ার বা বন্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করে থাকে বিএসইস‘র ক্যাপিটাল ইস্যু বিভাগ।

আর এই ক্যাপিটাল ইস্যু বিভাগের কাজকে দ্রুত করার জন্য একটি কর্ম পরিকল্পনা অনুমোদন করেছে বিএসইসি।