ডিএসইতে সূচক সামান্য বাড়ল

সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 11:59 AM
Updated : 20 August 2020, 11:59 AM

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৯৪ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।

গত রোববার সূচক ছিল ৪ হাজার ৮৫৯ পয়েন্ট. তা প্রায় ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ২০১৯ সালের ৭ অক্টোবর ৪ হাজার ৮৯৪ পয়েন্ট।

ডিএসইতে বৃহস্পতিবার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০ দশমিক ৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪৭ দশমিক ০৬ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭১২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১০ শতাংশ কম।

সিএসইতে ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৫ কোটি ৩৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।