লভ্যাংশ নেই ৫ মিউচুয়াল ফান্ড, এক বীমা কোম্পানির

করোনাভাইরাস মহামারীকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি মিউচুয়াল ফান্ড ও একটি বীমা কোম্পানি লভ্যাংশ দেবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2020, 01:02 PM
Updated : 16 August 2020, 01:02 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

লভ্যাংশ দিচ্ছে গ্রামীন ওয়ান: স্কীম টু

গ্রামীন ওয়ান: স্কীম টু মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ইউনিট হোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৬ সেপ্টেম্বর।

এ ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি ইউনিটে বিনিয়োগকারীরা ৭০ পয়সা করে পাবেন।

গ্রামীন ওয়ান: স্কীম টু মিউচুয়াল ফান্ডের ইউনিট রোববার ঢাকার পুঁজিবাজারে ১৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের খবরে ইউনিটের দামে বেড়েছে। আগের দিন মিউচ্যুয়াল ফান্ডটি ১২ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯-২০ অর্থ বছরে গ্রামীন ওয়ান: স্কীম টু মিউচুয়াল ফান্ড ইউনিট প্রতি মুনাফা করেছে ৭৪ পয়সা। বর্তমান বাজার দরে ইউনিট প্রতি সম্পদ মূল্য ১৫ টাকা ৪৬ পয়সা।

লভ্যাংশ দিচ্ছে না যারা

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

বাংলাদেশের পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ অর্থবছরে শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ২০ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের না দেওয়ার খবরে শেয়ারের দাম বেড়েছে। আগের দিন শেয়ারটি ১৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ইউনিট হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রোববার ঢাকার পুঁজিবাজারে ৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের না দেওয়ার খবরে ইউনিটের দাম বেড়েছে। আগের দিন মিউচ্যুয়াল ফান্ডটি ৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯-২০ অর্থ বছরে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিট প্রতি লোকসান করেছে ১ টাকা ২৩ পয়সা। বর্তমান বাজার দরে ইউনিট প্রতি সম্পদ মূল্য ৯ টাকা ৩৮ পয়সা।

ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ইউনিট হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রোববার ঢাকার পুঁজিবাজারে ৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের না দেওয়ার খবরে ইউনিটের দাম বেড়েছে। আগের দিন মিউচ্যুয়াল ফান্ডটি ৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯-২০ অর্থ বছরে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ইউনিট প্রতি লোকসান করেছে ১ টাকা ৩৫ পয়সা। বর্তমান বাজার দরে ইউনিট প্রতি সম্পদ মূল্য ৯ টাকা ১৯ পয়সা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ইউনিট হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রোববার ঢাকার পুঁজিবাজারে ৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের না দেওয়ার খবরে ইউনিটের দাম বেড়েছে। আগের দিন মিউচ্যুয়াল ফান্ডটি ৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯-২০ অর্থ বছরে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিট প্রতি লোকসান করেছে ১ টাকা ৮০ পয়সা। বর্তমান বাজার দরে ইউনিট প্রতি সম্পদ মূল্য ৯ টাকা ১০ পয়সা।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ইউনিট হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রোববার ঢাকার পুঁজিবাজারে ৫ টাকায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের না দেওয়ার খবরে ইউনিটের দাম বেড়েছে। আগের দিন মিউচ্যুয়াল ফান্ডটি ৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯-২০ অর্থ বছরে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিট প্রতি লোকসান করেছে ১ টাকা ২৩ পয়সা। বর্তমান বাজার দরে ইউনিট প্রতি সম্পদ মূল্য ৯ টাকা ২৩ পয়সা।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ইউনিট হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রোববার ঢাকার পুঁজিবাজারে ৮ টাকা ১ পয়সা লেনদেন হচ্ছিল। লভ্যাংশের না দেওয়ার খবরে ইউনিটের দাম বেড়েছে। আগের দিন মিউচ্যুয়াল ফান্ডটি ৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯-২০ অর্থ বছরে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ মিউচ্যুয়াল ফান্ড ইউনিট প্রতি লোকসান করেছে ১ টাকা ৬৯ পয়সা। বর্তমান বাজার দরে ইউনিট প্রতি সম্পদ মূল্য ১০ টাকা ৬ পয়সা।