সিটি ব্যাংকের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের দি সিটি ব্যাংক বিনিয়োকারীদের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 06:15 PM
Updated : 13 August 2020, 06:15 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পায়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

তিনি কোভিড-১৯ মহামারীকালে ব্যাংক খাতের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সম্ভাবনাময় সুযোগগুলো ও উল্লেখযোগ্য দিকগুলোর একটি চিত্র তুলে ধরেন।

৩১ ডিসেম্বর, ২০১৯ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয় এবং শেয়ারধারীরা ব্যাংকের কার্যক্রমের উপর আলোচনা করেন।

সভায় চেয়ারম্যান জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৬৮ কোটি টাকা। ২০১৯ সালে ব্যাংক কর্তৃক দেওয়া ঋণের পরিমাণ ২৪ হাজার ৬৯৪ কোটি টাকা ।

২০১৯ সালে সিটি ব্যাংকের আমানত হয়েছে ২৪ হাজার ৬৭০ কোটি টাকা । নিট মুনাফা অর্জন করেছে ২৪৭ কোটি টাকা ।

২০১৯ সালে শেয়ারধারীদের শেয়ার প্রতি আয় হয়েছে ২.৪৩ টাকা, যা আগের বছরে ছিল ১.৯৯ টাকা।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন সভায় ব্যাংকের সার্বিক চিত্র শেয়ারধারীদের কাছে তুলে ধরেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, রফিকুল ইসলাম খান, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, স্বতন্ত্র পরিচালক ফারুক সোবহান, সেলিম মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ভার্চুয়াল এজিএমে অংশ নেন।