মহামারীর ধাক্কায় বার্জার পেইন্টসের মুনাফায় ধস

করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মুনাফা ৭৯ শতাংশ কমে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 01:54 PM
Updated : 13 August 2020, 01:54 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য।

বিবিধ খাতের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে ২০২০-২১ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে প্রতি শেয়ারে ২ টাকা ৩২ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ১১ টাকা ১২ পয়সা।

অর্থাত্ আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৮ টাকা ৮০ পয়সা বা ৭৯ শতাংশ।

এই সময়ে তাদের শেয়ার প্রতি নগদ প্রবাহ কমলেও শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়েছে।   

২০২০-২১ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে প্রতি শেয়ারে ১০ টাকা ৩৪ ঋণাত্মক নগদ প্রবাহ দেখিয়েছে বার্জার পেইন্টস, যা আগের বছর একই সময় ২০ টাকা ৩ পয়সা ছিল।

এ বছর এপ্রিল-জুন সময়ে প্রতি শেয়ারে ২০৬ টাকা ৫২ সম্পদ মূল্য দেখিয়েছে ।যা আগের বছর এই সময় ছিল ২০৪ টাকা ২০ পয়সা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এপ্রিল ও মে মাসে লকডাউনের কারণে বিক্রি অনেক কমে যাওয়ায় মুনাফা পড়ে গেছে।

পাশাপাশি আগে যেসব পণ্য বিক্রি হয়েছিল, সেই টাকাও সংগ্রহ করা যায়নি। ফলে নগদ প্রবাহ কমে গেছে।    

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের হিসাব বছর ধরা হয় এপ্রিল থেকে মার্চ। সে হিসেবে গত এপ্রিল-জুন মাস ছিল তাদের ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিক। করোনাভাইরাসের মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বাংলাদেশে সব কিছু বন্ধ ছিল।  

২০১৮-১৯ অর্থবছরে বার্জার পেইন্টস ২০৫ কোটি টাকা মুনাফা করে এবং বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ২৫ টাকা লভ্যাংশ দেয়।

২০১৯-২০ অর্থবছরে বার্জার পেইন্টস বাংলাদেশ মুনাফা করেছে ২৪২ কোটি টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ২৯ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজার বার্জার পেইন্টস বাংলাদেশের মোট ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি শেয়ার তালিকাভুক্ত আছে।

এর মধ্যে ৯৫ শতাংশ শেয়ার আছে পরিচালকদের হাতে, ২ দশমিক ৪৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, বিদেশিদের হাতে আছে ১ দশমিক ১৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ১ দশমিক ৪১ শতাংশ।

মুনাফা কমার খবরে বুধবার বার্জার পেইন্টসের শেয়ারের দামও কমে গেছে।

মঙ্গলবার যেখানে প্রতিটি শেয়ার ১ হাজার ৩৯৭ টাকা ২০ পয়সায় লেনেদেন হচ্ছিল, সেখানে বুধবার হাতবদল হয়েছে ১ হাজার ৩৫৫ টাকা ২০ পয়সায়।

বর্তমান বজার মূলধন বা শেয়ারের বাজার মূল্যের ভিত্তিতে বার্জার পেইন্টসের পুরো কোম্পানির দাম দাঁড়ায় ৬ হাজার ৪৮০ কোটি টাকা।

এ কোম্পানির পরিশোধত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ টাকা, রিজার্ভের পরিমাণ ৯০০ কোটি টাকা।