শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের সাধারণ সভায় ২০১৯ সালের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 05:13 PM
Updated : 12 August 2020, 05:13 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।

বুধবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ।

ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে এক হাজার পাঁচশত কোটি টাকায় বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয় বলে জানানো হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ব্যাংকের ইভিপি ও কোম্পানি সচিব আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান হারুন মিয়া ও আব্দুল বারেক, পরিচালক আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা অংশ নেন।