এক দিনে ডিএসই সূচকে ১০০ পয়েন্ট যোগ

সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 11:53 AM
Updated : 12 August 2020, 11:53 AM

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০০ দশমিক ৩২ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ বেড়েছে; দিন শেষে সূচকের ঘরে ছিল ৪ হাজার ৬৩৩ দশমিক ৩৮ পয়েন্ট।

ডিএসইএক্স সর্বশেষ এর চেয়ে ভালো অবস্থায় ছিল ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি, সেদিন সূচক ছিল ৪ হাজার ৬৫০ পয়েন্টে।

এ বাজারে বুধবার ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৫টির; আর অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ২৭৫ দশমিক ৭৩ পয়েন্ট বা ২ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৩ হাজার ১৬৫ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ছিল ৫৯ কোটি ৮৪ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।