১১ দিন পরে সূচক পতন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 12:07 PM
Updated : 10 August 2020, 12:07 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ৪ হাজার ৫৩৩ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে রোববার পর‌্যন্ত সব মিলিয়ে টানা ১১ দিন সূচক বেড়েছিল ঢাকার পুঁজিবাজারে।

১১ কার‌্যদিবসে সূচক বেড়েছিল ৪৬৮ পয়েন্ট বা ১১ দশমিক ৫০ শতাংশ।গত ২২ জুলাই সূচক ছিল ৪ হাজার ৭৭ পয়েন্ট রোববার সূচক হয়েছিল ৪ হাজার ৫৪৫ পয়েন্ট।

ডিএসইতে সোমবার ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১২৮ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, আর কমেছে ২১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩ দশমিক ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৪ দশমিক ১৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৮৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৫ শতাংশ বেশি।

সিএসইতে ৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ৭৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

রোববার দেশের দুই পুঁজিবাজারে প্রথম বারের মত সাড়ে চার ঘন্টা লেনদেন হয়েছে।এর আগে লেনদেন হত চার ঘন্টা।