সাড়ে ৪ ঘণ্টার লেনদেনে পুঁজিবাজার চাঙা

প্রথমবারের মতো সাড়ে চার ঘণ্টার লেনদেনে বাংলাদেশের পুঁজিবাজারে সূচকের উল্লম্ফন ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2020, 12:25 PM
Updated : 9 August 2020, 12:27 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক রোববার এক লাফে ১৮০ দশমিক ৩২ পয়েন্ট ৪ দশমিক ১৩ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক প্রায় ৪৮০ দশমিক ৫০ পয়েন্ট বা ৩ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

তবে ডিএসইতে লেনদেনও প্রায় ৩০০ কোটি টাকার মতো বেড়ে হাজার কোটি টাকা ছাড়ালেও সিএসইতে প্রায় অর্ধেক কমে প্রায় ২৬ হাজার কোটিতে নেমেছে।

রোববার দেশের দুই শেয়ারবাজারে প্রথমবারের মতো সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা লেনদেন হয়। এর আগে লেনদেন সাড়ে ১০টা থেকে শুরু হত।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় সাড়ে ৫ মাসের মধ্যে বেশি। এর আগে সর্বোচ্চ সূচক ২ ফেব্রুয়ারি ছিল ৪ হাজার ৫৪৯ পয়েন্ট।

একদিনে বাড়ার হিসাব ধরলে রোববারের সূচক বৃদ্ধি প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯ মার্চ সূচক বেড়েছিল ১০ দশমিক ২৯ পয়েন্ট। 

রোববার পর্যন্ত সব মিলিয়ে টানা ১১ দিনে ডিএসইতে সূচক বেড়েছে ৪৬৮ পয়েন্ট বা ১১ দশমিক ৫০ শতাংশ। ২২ জুলাই ৪ হাজার ৭৭ পয়েন্ট থেকে ৪ হাজার ৪৫৪ পয়েন্টে উঠেছে।

এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেনেদেনের সময় সাড়ে চার ঘণ্টা করায় ইতিবাচক প্রভাব এসছে। শেয়ার নিয়ে যারা কারসাজি করেছে নিয়ন্ত্রক সংস্থা তাদের শাস্তি দিতে শুরু করায় বিনিয়োগকারীরাও পুঁজিবাজারকে নিরাপদ মনে করছে।

এর সঙ্গে অর্থনীতির কিছুটা পুনরুদ্ধার ও সদ্যঘোষিত ‘ইতিবাচক’ মুদ্রানীতি মিলে বাজারে ভাল প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন।

ডিএসইতে রোববার ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৮৩৬ কোটি ৫৪ লাখ টাকা।

২৮ জুন গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের শেয়ার হাতবদল হওয়ার দিনে ২ হাজার ৫৪৩ কোটি টাকার লেনদেনকে বাদ দিলে রোববারের এই লেনদেন প্রায় সাড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর ২৭ জানুয়ারি সর্বোচ্চ লেনদেন ছিল ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, আর কমেছে ৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮ দশমিক ৩১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪০ দশমিক ৩৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৮০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৮২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৮৭ শতাংশ বেশি।

সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৯ কোটি ১ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।