২ বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি বীমা কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2020, 12:21 PM
Updated : 9 August 2020, 12:21 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরে শেয়ারধারীদের ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২৯ সেপ্টেম্বর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে । সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৩১ অগাস্ট।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ২৫৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল। আগেরদিন শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬৩ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, ছয় মাসে (জানুয়ারি-জুন) জীবন বীমা থেকে তাদের আয় বেড়েছে ৫২ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে বেড়েছিল ৯৯ কোটি ৭৩ লাখ টাকা।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে । সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১ সেপ্টেম্বর।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ২৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশ দেওয়ার খবরে শেয়ারের দাম বেড়েছে। আগেরদিন শেয়ারটি সমাপনী মূল্য ছিল ২৬ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির দ্বিতীয় আর্থিক বিবরণী অনুযায়ী, ছয় মাসে (জানুয়ারি-জুন) জীবন বীমা থেকে তাদের আয় বেড়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে কমেছিল ১০ কোটি ৫২ লাখ টাকা।