পুঁজিবাজারে লেনদেনের সময় বেড়ে সাড়ে ৪ ঘণ্টা

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় আরও আধা ঘণ্টা বাড়িয়ে প্রথমবারের মত সাড়ে চার ঘণ্টা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 11:25 AM
Updated : 6 August 2020, 12:45 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বৃহস্পতিবার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে দুই বাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে বেশ কিছুদিন পরবর্তিত সূচিতে বাজার চলার পর গত ৮ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো চার ঘণ্টা লেনদেন চলছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে এর আগে আর কোনোদিন সাড়ে চার ঘণ্টা লেনদেন হয়নি। এটাই প্রথম বলে আমি জানি।”

সময় বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত, স্টক এক্সচেঞ্জগুলোর অনেক দিনের চাহিদা ছিল। অনেক ধন্যবাদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে পুঁজিবাজারে লেনদেন বাড়বে।”

আরও পড়ুন